সিন উইলিয়ামস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। গতকাল টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে হয়ে সেঞ্চুরি হাঁকালেন সিন উইলিয়ামস। তার অপরাজিত ১১৮ জবাবে বাবর আজম পাকিস্তানের হয়ে ১২৫ রানের ইনিংস খেলেন।
মোহাম্মদ মুসা শেষ বলে একটি বাউন্ডারি মারলেন এবং ম্যাচটি সুপার ওভারে টানলেন। পাকিস্তান দুটি ব্যাটসম্যান ইফতিখার ও খুশদিল শাহকে ৪ বলে ২ রানে হারিয়েছে। জিম্বাবুয়ের দুই খেলোয়াড় ব্রেন্ডন টেলর এবং সিকান্দার রাজার উত্তর দিতে তেমন বেগ পাননি ।
প্রথম দুটি ম্যাচে ভাল খেলে ইতিমধ্যে প্রায় সিরিজ জিতেছিল পাকিস্তান। তবে জিম্বাবুয়কে দেখে মনে হয়েছিল শেষ ম্যাচের জন্য সব উত্তেজনা ছেড়ে দিয়েছে। জিম্বাবুয়ে ওয়ালপিন্ডিতে সুপার ওভারমেচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়ে গেল।
0 Comments