সর্বশেষ আপডেট

6/recent/ticker-posts

২.৭৫ কোটি টাকার বিলাসবহুল গাড়িটি পুড়িয়ে দিল ইউটিউবার!

 


মিখাইল লিটভিন কোটি কোটি টাকার একটি মার্সিডিজকে আগুন ধরিয়ে দেন। রাশিয়ান ইউটিউবার মিখাইল লিটভিন গাড়িটি নিয়ে সমস্যায় পড়ে এবং আগুন ধরিয়ে দেয়। নেট দুনিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। লক্ষ লক্ষ দর্শক হতভম্ব হয়েছিলেন তা দেখে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার ইউটিউবার মিখাইল লিটভিন, যা মিশা নামে পরিচিত। সে তার বিলাসবহুল গাড়ি জ্বালিয়ে দিয়েছে। মার্সিডিজ মডেল এএমজি জিটি ৬৩ এস এর দাম ২.৭৫ কোটি টাকারও বেশি।

জানা গেছে যে রাশিয়ান ইউটিউবার স্থানীয় ওয়েবসাইট থেকে ২০১৯ সালে গাড়িটি কিনেছিল। সমস্যাটি তারপর থেকেই রয়েছে। ইউটিউবার মিশা পাঁচবার গাড়িটি মার্সিডিজ ডিলারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তবে কোন সমস্যার সমাধান হয়নি। অনিবার্যভাবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিমধ্যে দামী গাড়ি জ্বালানোর ভিডিওটি ইউটিউবে একটি প্রতিক্রিয়া পেয়েছে ।


Post a Comment

0 Comments